
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন চালাবে কলকাতা মেট্রো রেল। এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলবে কলকাতা বইমেলা। বইমেলা চলাকালীন রবিবারেও মেট্রো পরিষেবা পাবেন বইপ্রেমীরা। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, বইমেলার সময়ে গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার আপ এবং ডাউন মিলিয়ে মোট ১২২টি ট্রেন চলবে। অন্যান্য সময়ে ১০৬টি ট্রেন চলে। কিন্তু ভিড় নিয়ন্ত্রণে রাখতে বেশি পরিষেবা দেওয়া হবে। সকাল ৬:৫৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত পরিষেবা সচল থাকবে ইস্ট ওয়েস্ট লাইনে। বইমেলা চলাকালীন দুপুর ২:০৫ থেকে রাত ৯:১৫ পর্যন্ত প্রতি ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ নাগাদ।
সকাল ৭:০৫ নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে। বইমেলা চলাকালীন দুটি রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি ২০২৫-এ গ্রিন লাইনে আপ এবং ডাউন মিলিয়ে চলবে মোট ৭৪টি ট্রেন। পরিষেবা মিলবে দুপুর ২:১৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত। দুপুর ২:১৫ থেকে রাত ৯:১৫ পর্যন্ত প্রতি ১২ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। দুই রবিবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২.১৫ নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রথম মেট্রো চলবে দুপুর ২.২৫ নাগাদ। দুই রবিবার শিয়ালদার দিক থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৩৫ নাগাদ এবং সেক্টর ফাইভের দিক থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৪০ নাগাদ। উল্লেখ্য, কলকাতা বইমেলার কাছের দুটি স্টেশন করুণাময়ী এবং সেন্ট্রাল পার্কেও একাধিক ব্যবস্থা রাখা হচ্ছে সাধারণ মানুষের সুবিধার জন্য।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪